জকিগঞ্জে প্রথম মুক্তাঞ্চল স্মারক ভিডিও চিত্র ধারণ

Ajker Sylhetআব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ  থেকে : মহান মুক্তিযুদ্ধে দেশের প্রথম মুক্তাঞ্চল সিলেটের জকিগঞ্জের সকল মুক্তিযোদ্ধার পরিচিতি, যুদ্ধক্ষেত্র, বধ্যভ’মি ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখার উদ্যোগ নিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা কমান্ডার হাজী খলিল উদ্দিন জানান জকিগঞ্জের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক ভিডিও চিত্র ধারণ শুরু হয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর। ‘প্রথম মুক্তাঞ্চল স্মারক’ নামে এ ভিডিও চিত্রে উপজেলার জীবিত আড়াইশ মুক্তিযোদ্ধার সংক্ষিপ্ত সাক্ষাৎকার থাকছে। ইতোমধ্যে জকিগঞ্জ, বীরশ্রী ও খলাছড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ধারণ করা হয়েছে। এতে প্রত্যেক মুক্তিযোদ্ধার ব্যক্তিগত পরিচিতির পাশাপাশি যুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তী পেশা, যুদ্ধকালীন অভিজ্ঞতা ও বর্তমান অবস্থার বর্নণা থাকছে। বীরশ্রী ইউনিয়নের মুক্তিযোদ্ধা শুক্কুর আলী বলেন- গেনেড(গ্রেনেড) মারতে গিয়া চউকে( চোখ) ধুমা লাগচিল  এবলাও চউকদি মাজে মজে পানি পরে চউক লাল অই যায়। মইরা গেলেও মাইনষে আমরারে বিডিওত দেকতা পারবা। ডেপুটি কমান্ডার আব্দুল মুতালিব জানান- মুক্তিযুদ্ধে জকিগঞ্জ ছিল ৪ নং সেক্টরের অধীনে। সেক্টর কমান্ডার সি আর দত্তের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় চারশ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়। প্রথম মুক্তাঞ্চল বাস্তবায়ন কমিটির সভাপতি আকরাম আলী বলেন-দেশের প্রথম মুক্তাঞ্চল স্বীকৃতীর জন্য এ ভিডিও চিত্র বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হবে। মানিকপুর ইউপি কমান্ডার মুক্তিযোদ্ধা কানন ব্রত পালের আর্থিক সহায়তায় ভিডিও চিত্রটি ধারণ করা হচ্ছে।

Posted on জানুয়ারি 6, 2013, in সিলেট. Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

এখানে আপনার মন্তব্য রেখে যান