Monthly Archives: ডিসেম্বর 2012

হবিগঞ্জে বাস চাপায় শিশু নিহত

road-accidentহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদরের ঢাকা-সিলেট মহাসড়কের সুতাংয়ে রোববার বাস চাপায় বিনা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত বিনা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ৩টায় বিনা সুতাং ব্রিজের কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় সিলেট থেকে মাধবপুরগামী বিরতিহীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস বিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা বেলা পৌনে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। Read the rest of this entry

ইলিয়াস গুমের ঘটনায় যুক্তরাজ্য এখনো উদ্বিগ্ন : রুশনারা আলী এমপি

asমুশফিকুল ফজল আনসারী  (জাস্ট নিউজ) : বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা ছাড়াও রাজনৈতিক ব্যক্তিদের গুম হয়ে যাওয়ার ঘটনায় আবারো উদ্বেগের কথা জানালেন ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। সম্প্রতি লন্ডনে জাস্ট নিউজের সঙ্গে এক খোলামেলা আলাপচারিতায় বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। Read the rest of this entry

সিলেটে বিমানের ফ্লাইট বাতিল : দূর্ভোগে ২২০ যাত্রী

Biman Logoআজকের সিলেট ডেক্স : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে টানা দ্বিতীয়দিনের মতো শনিবার ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন লন্ডনগামী ২২০ যাত্রী। উল্লেখ্য, লন্ডনগামী বিমান যাত্রীরা ঢাকা হয়ে লন্ডন যাতায়ত করেন। বিমান সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫ টায় সিলেট-ঢাকা রুটে নির্ধারিত বিজি-৬০৪ ফ্লাইটটি বাতিল করা হয়। ওই ফ্লাইটের যাত্রী সংখ্যা ছিলো ২২০ জন। Read the rest of this entry

সুনামগঞ্জে পুলিশ সুপারের বাসভবনের পাশে চুরি

Churiসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পুলিশ সুপারের বাসভবনের পাশে সিভিল সার্জন অফিসের ল্যাবরেটরি টেকনিশিয়ান রুকন উদ্দিন মোল্লার বাসায় শনিবার দিনগত রাতে চুরি সংঘটিত হয়েছে। তার বাসা হাছন নগরস্থ পুলিশ সুপারের বাসভবনের প্রধান ফটক থেকে মাত্র ৫০ গজ দূরে। চোরেরা মূল ফটকের গ্রিল কেটে বাসায় প্রবেশ করে স্টিলের আলমিরা ভেঙে নগদ ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়। রুকন উদ্দিন মোল্লা জানান, তিনি জমির ধান বিক্রির দুই লাখ টাকা ও স্বার্ণলংকার স্টিলের আলমিরাতে রেখে শুক্রবার রাতে তার পরিবারকে আনতে ঢাকায় যান। Read the rest of this entry

হাতে লেখা পাণ্ডুলিপি ও শত বছরের পুরনো বইয়ের প্রদর্শনী

Booksআজকের সিলেট ডেক্স : হাতে লেখা দুর্লভ পাণ্ডুলিপি, পুরনো লেখকদের সংগৃহীত বই ও নতুনদের প্রকাশনার এক বিরল বই প্রদর্শনী অনুষ্ঠত হয়েছে সিলেটে।
শনিবার সন্ধ্যায় শেষ হয় এই প্রদর্শনী। আয়োজক ‘জকিগঞ্জ লেখক পরিষদ’- নামের একটি সাহিত্য সংগঠন। প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে নবীন লেখকদের ১৮টি বইয়ের মোড়ক একযোগে উন্মোচন করা হয়। ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত ও আঠারো শতকের কবি সাহিত্যিক শীতালং শাহসহ প্রায় দেড় শতাধিক লেখকের প্রকাশিত ১২ শতাধিক বইয়ের বিরল প্রদর্শন এতে স্থান পায়। Read the rest of this entry

জগন্নাথপুরে এক ব্যক্তির কারাদণ্ড

evetising-bereseজগন্নাথপুর প্রতিনিধি :  সুনামগঞ্জের জগন্নাথপুরে এক শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগে আলমগীর হোসেন(৩২) নামে এক ব্যক্তির ১ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । শনিবার বিকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল ওয়াদুদ এ দণ্ড দেন। Read the rest of this entry

সিকৃবির শীত বস্ত্র বিতরণ

asবিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পার্শ্ববর্তী এলাকায় ৩৫০ জন দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সিকৃবি শহীদ মিনারে শীতবস্ত্র বিতরণ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য-বিজ্ঞান অনুষদের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। শীত বস্ত্র বিতরণ উপলক্ষে অনুষদের চতুর্থ ব্যাচের প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীর উদ্যোগে সিকৃবি ক্যাম্পাস  ও  হল থেকে পুরাতন কাপড় ও অর্থ সংগ্রহ করা হয়। পরে সংগ্রহকৃত অর্থ দিয়ে নতুন কম্বল কেনা হয়। Read the rest of this entry

শায়েস্তাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Ded Bodyহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ঢাকা-সিলেট রেল সড়কের শায়েস্তাগঞ্জ থানার রঘুনন্দন পাহাড় এলাকায় শনিবার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ওই লাশটি উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, সকালে এলাকার লোকজন রেল সড়কের পাশে ওই লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় গামছা পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করে। Read the rest of this entry

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু

Osmani Madicalনিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের দুদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাস নানা রঙয়ের ব্যানার ফেস্টুনে সুশোভিত। ফেলে আসা দিনের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন পুরনো শিক্ষক-শিক্ষার্থীরা।  নতুনরা শুনছেন গর্ব আর গৌরবের অতীতের গল্পকথা। এ মিলনমেলা একে অপরকে ফের কাছে নিয়ে এসেছে। সুবর্ণ জয়ন্তীর প্রথম দিন ২৯ ডিসেম্বরের কর্মসূচি ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল সাড়ে ১০টায় ওসমানী মেডিক্যাল কলেজ খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর মধুশহীদ, Read the rest of this entry

সুনামগঞ্জের আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ঢাকায় জিডি

Awameligরমেন্দ্র নারায়ন বৈশাখ, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এর বিরুদ্ধে মতিঝিল থানায় জিডি।ঢাকাস্থ মতিঝিল থানায় গত ২৭ ডিসেম্বর ২০১২ ইং তারিখে ১৬০৪ নং জিডিতে বাদী তাহিরপুর উপজেলার লাকমা নতুনপাড়া গ্রামের ইসমাইল মিয়ার পুত্র মোঃ মিজান জিডি এন্টির আবেদনে  উল্লেখ করেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল হোসেন খাঁ এর মোবাইল নং ০১৭৪৩৯০০৭৫৮ ও তার সহযোগী যুবলীগ নেতা উপজেলার বড়ছড়া গ্রামের মকবুল মিয়ার পুত্র আব্দুল আহাদ এর মোবাইল নং ০১৭১৮১৫২০১৩ থেকে Read the rest of this entry

এসএমপি’র যানবাহন বরাদ্দ অপ্রতুল : আবেদন ১২০টির, বরাদ্দ ৫

SMPআজকের সিলেট ডেক্স : প্রতিষ্টা থেকেই সিলেট মেট্রোপলিটন পুলিশে রয়েছে যানবাহন সংকট । সাড়ে ৬ বছরেও পর্যাপ্ত যানবাহন পায়নি মেট্রোপলিটন পুলিশ। মেট্রো এলাকায় পুলিশের দ্রুত টহল জোরদার করতে ১২০টি মোটর সাইকেলের আবেদন করা হলেও পুলিশ সদর দফতর মাত্র ৫টি মোটর সাইকেল বরাদ্দ দিয়েছে এসএমপিতে। এসএমপি’র ৬টি ফাঁড়ি পুলিশের নেই সরকারি বাহন। ফাঁড়ির ইনচার্জরা তাদের নিজস্ব বাহন দিয়ে দায়িত্ব পালন করছেন। নিজস্ব বাহন ব্যবহার করার কারণে পাওয়া যাচ্ছেনা জ্বালানী খরচ। ফলে দায়িত্ব পালন করতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। এসএমপি সুত্রে জানা গেছে, মাত্র ৩১টি মোটর সাইকেল নিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে ব্যাঘাত ঘটছে। এর মধ্যে একাধিক মোটর সাইকেল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। Read the rest of this entry

কলেজ না থাকায় উচ্চমাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত জাফলংয়ের শিক্ষার্থীরা

asজাকির হোসেন, গোয়াইনঘাট থেকে : শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের অসামন্য অবদান থাকলেও উচ্চ মাধ্যমিক শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রতি বছরই সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের তিনটি মাধ্যমিক স্কুল ও দুইটি দাখিল মাদ্রাসার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। জাফলং থেকে প্রতি বছর প্রায় পাচ শতাধিক শিক্ষার্থী এস এস সি ও দাখিল পরিক্ষায় সাফল্যর সাথে উত্তির্ন হলেও জাফলং এ কলেজ না থাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় তিন শতাদিক শিক্ষার্থী। Read the rest of this entry

জৈন্তাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ : আহত -২৫

road-accidentজৈন্তাপুর প্রতিনিধি : শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের পাখিটিক নামক স্থনে সড়ক ট্রাক ও বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ২৫। জানাজায় সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী যাত্রীবাহি বিরতীহীন বাস (যাহার নং সিলেট-জ-১১-০৭২০) এর সাথে তামাবিল থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী কয়লা বুঝাই ট্রাক যাহার নং ঢাকা-মেট্রো-ট ১৪-৮৭৭৪ সিলেট-তামাবিল মহাসড়কের পাখিটিকি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাসটি রাস্তার পশ্চিম পার্শে ফিসারীতে পড়ে গেলে ঘটনাস্থলে ৩জন নিহত হন এবং ২০-২৫ জন আহত। Read the rest of this entry

অন্য বছরের তুলনায় মাধবকুন্ডে পর্যটক কম

asমৌলভীবাজার প্রতিনিধি : অন্য বছর গুলোর তুলনায় এবার মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকরা কম এসেছেন, তার কারন হচেছ কাঁঠালতলী বাজার থেকে মাধবকুন্ড পর্যটনে যাওয়ার ৮ কিঃ মিঃ সড়কের  দুরবস্থার কারনে। মাধবকুন্ড জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ এক মায়াবী হাতছানি। পাহাড় বেষ্টিত সবুজ অরণ্যে প্রায় আড়াইশ ফুট উচু পাহাড় থেকে পানি পড়ার দৃশ্য। প্রাকৃতিক এই ঝরনার সা সা শব্দ দর্শনার্থীকে কতটুকু আনন্দ দেয়। প্রতিদিনের হাজার হাজার ভ্রমন পিপাসু ভিড় জমাতো তা দেখতে। এ জল প্রপাতকে ঘিরেই গড়ে তোলা হয়েছে ইকোপার্ক। নয়নাভিরাম এই মাধবকুন্ড সনাতন ধর্মাম্বলীদের পবিত্র স্থান হিসেবে এখানকার মাধবেশ্বর মন্দির ও শিব মন্দিরে প্রতি বছর চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুনী স্নান ও বারুনী মেলা বসে আর এ উপলে দুর দুরান্ত থেকে মাধবকুন্ড হিন্দু সম্প্রদায়ের আগমনে জমজমাট হয়ে ওঠে। Read the rest of this entry

ফ্লাইট বাতিল : সিলেট বিমানবন্দরে বিক্ষোভ

asআজকের সিলেট প্রতিবেদন : সিলেটে বিনা নোটিশে বাতিল করা হয়েছে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইট। ফলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ৩৭০ জন যাত্রী। শুক্রবার ফ্লাইট বাতিলের ঘটনায় আটকাপড়া যাত্রীরা বিমান অফিসের সামনে বিক্ষোভ করেন। জানা যায়, শুক্রবার বেলা ২টা ৫০ মিনিটে বিজি-০৩৬ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা। কিন্তু কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই বিমান কর্তৃপক্ষ ফ্লাইট বাতিল করে দেওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফ্লাইট বাতিলের প্রতিবাদে সকাল ১১টায় যাত্রীরা বিমানের সিলেট কার্যালয়ে বিক্ষোভ করেন। Read the rest of this entry

শ্রীমঙ্গলে বাসের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-২০

road-accidentরমাপদ ভট্টাচার্য্য শংকর, মৌলভীবাজার থেকে : ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল সাতগাঁও নামক স্থানে শিক্ষা সফররত একটি বাসের সাথে জ্বালানী তৈলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। আশংকাজনক অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীরা জানান, ব্রাম্মনবাড়ীয়া সরকারী কলেজের শিক্ষার্থীদের একটি দল শিক্ষা সফরের উদ্দেশ্যে শুক্রবার শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাচ্ছিল। Read the rest of this entry

দিরাইয়ে শাবিপ্রবির শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

Sabeদিরাই প্রতিনিধি  : ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’-এই স্লোগানকে সামনে রেখে শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ শুক্রবার সুনামগঞ্জের দিরাইয়ে সহস্রাধিক দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে। শীতবস্ত্র বিতরণের আগে বেলা সাড়ে ১০টায় স্থানীয় উপজেলা গণমিলনায়তনে সংগঠনের সভাপতি আফতাবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুল হক। Read the rest of this entry

সুনামগঞ্জে ধরা পড়েছে মেছোবাঘ

Sunamganj Dist Mapসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সোহালা গ্রামে হোসেন আহম্মদ রাজার বাগান বাড়িতে শুক্রবার জনতার হাতে ধরা পড়েছে একটি মেছোবাঘ। স্থানীয়রা জানান, বেলা ১০ টার দিকে ভারতীয় খাসিয়া মেঘালয় পাহাড় থেকে পথ হারিয়ে নেমে আসা মেছোবাঘটি সোহালা সড়ক দিয়ে যাওয়ার পথে কয়েকটি কুকুর এ বাঘটিকে ধাওয়া করে । কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে আশপাশেরে লোকজন বাঘটিকে দেখে তাড়া করে। এসময় জনতার তাড়া খেয়ে বাঘটি হোসেন আহম্মদ রাজার বাগানবাড়িতে ঢুকে পড়ে।  Read the rest of this entry

ওসমানীনগর ও গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত-৬

asআজকের সিলেট প্রতিবেদন : ওসমানীনগর ও  গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। বালাগঞ্জ থেকে শামীম আহমদ জানিয়েছেন, বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের ঢাকা-সিলেটে মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহিলা সহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কুরুয়া দশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ৩ জনের মধ্যে কারও পরিচয় জানা যায়নি। আহত ২ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। Read the rest of this entry

দক্ষিণ সুরমায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

Dakateদক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার থানার অদূরের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার ভোর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতদল হানা দিয়ে  নগদ দুই লাখ টাকা ও তিনভরি স্বর্ণলংকার নিয়ে  পালিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা ডাকাতদের বাঁধা দিলে তারা আঘাত করে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নাসির উদ্দিন  বলেন, পিরোজপুরের লাউওয়াই রোডের প্রবাসী কবির আহমদের বাড়ির দু’তলার বাড়াটিয়াদের ঘরে এই ডাকাতি হয়। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। Read the rest of this entry

বিশ্বনাথে বাস-সিএনজি গাড়ির মুখোমুখি সংর্ঘষে মহিলা নিহত

asবিশ্বনাথ  প্রতিনিধি : বিশ্বনাথে বাস (সিলেট-জ-১১-০৬০২) অটোরিসকার (সিলেট-থ-১১-৪১৭৩) গাড়ির মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১টায় উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের দশদল নামক স্থানে এঘটনা ঘটে। এতে এক মহিলা নিহত হন ও অপর একজন আহত হয়েছেন। নিহত মহিলা হলেন-উপজেলার ভাটিপাড়া গ্রামের গনি মিয়ার মেয়ে সোনারা বেগম (৩৭)। একই গ্রামের আলেমা বেগম আহত হন। Read the rest of this entry

বুধবার সিলেট বিভাগে অর্ধদিবস হরতাল

Hortalবিশেষ প্রতিবেদক : বুধবার সিলেট বিভাগে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতে না দেওয়ায় তারা এ হরতালের ডাক দেন। সোমবার বিকেল ৪টায় ফোনে  হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সিলেট মহানগর শাখার আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে ১৯ ডিসেম্বর সিলেট বিভাগে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা হরতাল পালন করবেন। Read the rest of this entry

মৌলভীবাজারে বিভিন্ন স্থানে ডাকাতি : স্বর্নালংকারসহ ২৫ লক্ষ টাকার মালামাল লুট

Dakateরমাপদ ভট্টাচার্য্য শংকর  মৌলভীবাজার থেকে : মৌলভীবাজারে বিভিন্ন স্থানে ডাকাতি, স্বর্নালংকারসহ ২৫ লক্ষ টাকার মালামাল লুট, ডাকাতের হামলায় আহত ৫।  গনপিটুনিতে আহত -আন্তঃজেলা চক্রের ৪ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ার গাঁও গ্রামে রোববার ভোর রাতে আনোয়ার মিয়ার বাড়ীতে হামলা চালায় ৫ ডাকাত। টিনের চালা কেটে ঘরে প্রবেশ করতে চাইলে তাদের উপস্থিতি টের পায় বাড়ীর লোকজন। এরপর মোবাইল ফোনে গ্রামবাসীকে জানালে আশপাশের লোকজন পুরো বাড়ী ঘেরাও করে ফেলে। Read the rest of this entry

জামায়াত-পুলিশের সংঘর্ষ : ওসির গাড়িতে আগুন-পুলিশ কর্মকর্তাসহ আহত-৭

asনিজস্ব প্রতিবেদক : সিলেটে জামায়াত-পুলিশের সংঘর্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। নগরীর শিবগঞ্জে শাহপরাণ থানা ওসির গাড়িতে আগুন দিয়েছে শিবিরকর্মীরা। তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কিন্তু শিবিরি ও  পুলিশের মধ্যে এখনো সংঘর্ষ চলছে বলে জানা গেছে। সোমবার জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে সমাবেশ করতে না দেওয়ায় পৃথক তিনটিস্থানে মিছিল বের করলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষের ঘটে। Read the rest of this entry

ঘোষণা দিয়ে মাঠে নামছে জামায়াত!

Jamaat-e-Islam-ডেক্স রিপোর্ট : আবারো সিলেটে মাথাচাড়া দিয়ে উঠছে জামায়াতে ইসলামী। যাচ্ছে সংঘাতের পথে। দলের সিলেট মহানগরের সাবেক আমীর ও বর্তমান কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের মুক্তি চেয়ে বড় ধরণের মিছিল ও সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে সিলেট জামায়াত। গোপনে আছে রণপ্রস্তুতিও। আর এ কর্মসূচিতে বাধা দিলে বিজয়ের মাসে আবারও হরতাল দেবে দলটি। তবে পুলিশ এখনও তাদের মিছিল সমাবেশের অনুমতি দেয়নি বলে জানা গেছে। রোববার রাতে জামায়াত দলীয় ও পুলিশ এবং গোয়েন্দা সূত্র এসব তথ্য জানিয়েছে। জামায়াত সিলেট মহানগরের নেতারা জানান, ঢাকায় গ্রেফাতার হওয়া ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে সিলেটে এ যাবত কালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা। Read the rest of this entry

দক্ষিণ সুরমায় সহকর্মীর গুলিতে আনসার সদস্যের মৃত্যু : আটক ২

asনিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় সহকর্মীর গুলিতে আহত বাচ্চু মিয়া (৩০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। ঘটনা খতিয়ে দেখতে দুইজনকে আটক করা হয়েছে। রোববার দিনগত রাত ১২টার পর বাচ্চু মিয়া মৃত্যু হয় বলে জানিয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।  এদিনই দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলায় জনতা ব্যাংকের ৫ আনসার সদস্যের মধ্যে একজনের রাইফেলের গুলি বাচ্চু মিয়ার মাথায় লাগলে তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন। Read the rest of this entry

টিলাগড়ে স্বর্ণের দোকানে চুরি

Churiনিজস্ব প্রতিবেদক : টিলাগড়ে রোববার দিনগত রাতে একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালপত্র চুরি হয়েছে। টিলাগড়ের মান্নান ভিউ মার্কেটের নিচতলার ‘বর্ণা স্বর্ণ শিল্পালয়’ নামের দোকানে এ চুরি হয়। দোকানের মালিক শ্যামল পাল  বলেন, মার্কেটের পেছনের গ্রিল কেটে চোর মার্কেটের ভেতরে ঢুকে। এরপর তারা দোকানের তালা ভেঙে শাটার খুলে ভেতরে প্রবেশ করে। বেশ কয়েকটি ড্রয়ারের তালা ভেঙে সিন্দুক থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে যায়। এতে চুরি হয় ৩ লাখ টাকা মূল্যের ৫ ভরি সোনা, একলাখ টাকা মূল্যের ৩ শ ভরি রুপা ও নগদ ৮০ হাজার টাকা।  Read the rest of this entry

৪১ বছর পরও জুড়ীর বধ্যভূমি সংরক্ষনের উদ্যোগ নেই

asজুড়ী (মৌলভী বাজার) প্রতিনিধি : দেশ স্বাধীনের ৪১ বছর পরও মৌলভীবাজারের জুড়ীর বধ্যভূমি সংরক্ষনের উদ্যোগ নেয়া হয়নি। বাঙ্গালীর অধীকার প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বাধীন করতে আজ থেকে ৪১ বছর আগে জুড়ীর অনেক মুক্তিপাগল যুদ্ধে যোগ দিয়ে শহীদ হন। পাকবাহিনী স্ব স্ব নারী পুরুষকে ধরে এনে নির্যাতন চালিয়ে হত্যা করে ক্যাম্প সংলগ্ন একটি পুকুরে ফেলে দিত। ভবানীগঞ্জ বাজারের ঐ স্থানটি আজও সংরক্ষন না করায় শহীদ পরিবারের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। Read the rest of this entry

সিলেটে হরতাল চলাকালে পুলিশের ছত্রছায়ায় দুই সাংবাদিককে পিটিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা

নিজস্ব প্রতিবেদক : সিলেটে হরতাল চলাকালে হরতালের পক্ষে বিপক্ষে মিছিল করতে গিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ দুপুরে দক্ষিণসুরমার সিলেট টেকনিক্যাল কলেজ রোডে এ সংঘর্ষ ঘটে। এসময় ঐ স্থানে দায়িত্ব পালনকালে দু’সাংবাদিককে পুলিশের উপস্থিতিতেই পিটিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। হামলার শিকার সাংবাদিক দু’জন দৈনিক সিলেট সুরমার ফটোগ্রাফার নুরুল ইসলাম ও কালের কণ্ঠের রাব্বি আহমেদ। ছাত্রলীগ কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। নুরুল ইসলামের মাথায় ভারি অস্ত্র দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে ছাত্রলীগ ক্যাডাররা। পরে স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪তলার ৫নং ওয়ার্ডের ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত সাংবাদিকদের মধ্যে নুরুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায় বড় ধরণের আঘাতের ফলে মাথা থেঁতলে গেছে। তাৎক্ষণিক তার মাথায় ৬টি সেলাই করা হয়েছে। অবস্থা আশংকাজনক বলেও জানিয়েছে হাসপাতাল সূত্র। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার অসি আহমেদ নাসির উদ্দিন।  Read the rest of this entry

সিলেটে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত ॥ সরকারীদল হেফাজতে,বিরোধীদল অবরুদ্ধ,রাজপথ ছিল পুলিশে

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ১৮ দলীয় জোটের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয়েছে। তবে হরতালে ১৮দলয়ি জোটের নেতাকর্মীদের মাঠ ছাড়া রাখতে ভোর থেকোই রাজপথ দখলে নেয় পুলিশ। সারা দিনই বিএনপি ও জামায়াত কর্মীদের অবরোদ্ধ করে রাখে পুলিশ। হরতাল চলাকালে কোতোয়ালী থানায় ২জন,দক্ষিণ সুরমা থানায় ২ জনকে আটক করে পুলিশ। এছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদেরও দিনভর টহল দিতে দেখা যায়। তবে দুপুরে আওয়ামীলীগ হরতাল বিরোধী মিছিল বের করলেও পুলিশ ছিল তাদের নিরাপত্তার দায়িত্বে। ভোর থেকেই নগরীতে বিএনপি-জামায়াত কর্মীরা পুলিশি বাধায় পিকেটিংয়ের সুযোগ পায়নি। তবে নগরীতে অন্তত ৬টি স্থানে পৃথক পৃথক মিছিল করেছে বিএনপিও এর অঙ্গসংগঠনসহ জামায়াত-শিবির কর্মীরা। হরতালের সমর্থনে বিএনপি নেতা-কর্মীরা নয়াসড়ক, সোবহানীঘাট ও জেল রোডে পৃথক মিছিল করেছে। এসব মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা জামান প্রমুখ। এছাড়াও বিএনপির নেতাকর্মীরা বেশ কয়েক জায়গায় চেষ্টা করলেও মিছিল করতে পারেনি। হরতালের সমর্থনে শিবগঞ্জ, মিরাবাজার, দক্ষিণ সুরমা ও সদর হাসপাতাল রোডে মিছিল করেছে জামায়াত-শিবির। তবে আইন শৃঙ্খলা বাহিনীর চাপের মুখে তেমন একটা পিকেটিং করতে দেখা যায়নি তাদের। পৃথক পৃথক মিছিলগুলোতে নেতৃত্ব দেন, মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ভারপ্রাপ্ত সেক্রেটারী ফখরুল ইসলামসহ জামায়াত শিবিরের নেতৃবৃন্দ। এদিকে হরতালের বিরুদ্ধে কড়া পুলিশি প্রহরায় দুপুরে আওয়ামীলীগও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একটি মিছিল করেছে। মিছিলটিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান প্রমুখ। কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি জিন্দা-বাজার হয়ে চৌহাট্টার দিকে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। তবে দুপুরের পরে অবরুদ্ধ অবস্থায় সমাবেশ করেছে বিএনপি। পুলিশি বাধায় রাজপথে সমাবেশের সুযোগ না পাওয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশটি করে তারা। তবে এসময় ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য শহীদ মিনারের আশ-পাশ নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। এসময় গ্রেফতার আতঙ্ক বিরাজ করলেও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় সমাবেশটি। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম জালালী পংকি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদি ও বিএনপি নেতা মইনুল হক প্রমুখ। এছাড়া দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় টেকনিক্যাল কলেজ রোডে ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ক্যাডাররাও মিছিলটিতে হামলা চালায়। এসময় তারা মিছিলটি ছত্রভঙ্গ করতে মারপিট চালিয়ে বেশ কয়েক জনকে আহত করে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছবি তুলতে গেলে দৈনিক সিলেট সুরমার ফটোসাংবাদিক নুরুল ইসলাম ও কালের কন্ঠের ফটোসাংবাদিক রাব্বি আহমেদের উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রলীগ ক্যাডাররা। ছাত্রলীগ পুলিশের ছত্রছায়ায় সাংবাদিক নুরুল ইসলামের মাথা থেতলে দেয়। পরে ফটোসাংবাদিক নুরুল ইসলামকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল হাসপাতালের ৪তলার ৫নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এসময় ডাক্তাররা তার মাথায় ৬টি সেলাই দেন। এদিকে হাসপাতালে তাদের দেখতে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন রাজনীতিবিদদের ভিড় বাড়তে থাকে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করলেও দু’জন সাংবাদিক পেটানো ছাত্রলীগ ক্যাডারদের নিরাপত্তা দিয়ে সহায়তা করে পুলিশ। এতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই এ ব্যাপারে পুলিশ ও ছাত্রলীগের যোগসাজশের কথা উল্লেখ করেন। উল্লেখ্য, ১৮ দলীয় জোটের ডাকা রোববারের রাজপথ অবরোধের সময় পুলিশ ও সরকারীদলের ক্যাডারদের হামলায় সারা দেশে বিএনপি জামায়াতের চারজন নিহত ও ৬০০ জন আহত হয় বলে ১৮ দলের এক সংবাদ সম্মেলনে জানানো হয়। ssurma_1এছাড়া পুলিশ জামায়াত-বিএনপির কর্মী সন্দেহে ৫০০ জনেরও অধিক সংখ্যক লোককে গ্রেপ্তারের অভিযোগ করে জোটের অন্যান্য শরিক দলের সমর্থনে মঙ্গলবারের এ হরতালের ডাক দেয় ১৮ দলীয় জোট।

সিলেটে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : হরতালের সমর্থনে সোমবার রাতে নগরীতে পুলিশের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে পুলিশ পরিদর্শক (উত্তর) মো. আশিদুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।  মলায় সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহছানুল মাহবুব, জামায়াত নেতা ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার ও বিএনপি কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীমসহ ২২ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন, বিএনপি নেতা আলী আহমদ, দিনার খান হাসু, তারেক কালাম মাহবুব রব চৌধুরী, ফরহাদ চৌধুরী শামীম, এমদাদ আহমদ চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জালাল আহমদ, উপজেলা জামায়াত নেতা আব্দুল লতিফ (লালা মেম্বার), সদর পশ্চিম শিবির সভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক মহনগর শিবির সেক্রেটারি মাহমুদুর রহমান দেলোয়ার, জামায়াত নেতা মতিউর রহমান, মৌলানা ইসলাম উদ্দিন, হাফেজ আব্দুল হাই হারুন, শ্রমিক কল্যাণ সভাপতি বইন উদ্দিন, শিবির নেতা ইউসুফ বিন নুরে চৌধুরী সানি ও ইমলামী ঐক্যজোটের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়, সরকারি কাজে বেআইনীভাবে বাধা দেওয়ায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭ ধারায় মামলা করা হয়।

বিশ্ববাংকের ঢাকা অফিস ফপর দালালী করছে , বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন -অর্থমন্ত্রী

ASনিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু নিয়ে আলোচনা চলাকালে বিশ্বব্যাংকের এ ধরনের বিবৃতি দেয়া অন্যায় উল্লেখ করে সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্ববাংকের ঢাকা অফিস ফপর দালালী করছে। যা নিচক অন্যায়। সরকারের সাথে বিশ্ববাংকের এখনো আলোচনা চলছে। এমন সময়ে এ ধরনের বিবৃতি দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। শনিবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক খান মুহাম্মদ বিলাল। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামিল আহমদ লিচু মিয়া ও পরিচালনা করেন সদস্য শাহিন আহমদ খান। Read the rest of this entry

সিলেটে এভারেস্টজয়ী মুহিত-

ASনিজস্ব প্রতিবেদক : পৃথিবীর সবচেয়ে উচু উচু পর্বত আমাদের সবচেয়ে কাছে’ উল্লেখ করে দু’বারের এভারেস্ট জয়ী এম এ মুহিত বলেছেন, ‘সেই মানুষ সবচেয়ে সাহসী, যে দুর্নীতি করে না। আমরা সাহসী মানুষ চাই। সাহসী মানুষের চেষ্টা কখনো বিফল হয় না। বাংলাদেশ ও প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় সাহসী মানুষ আজকে বড় প্রয়োজন। তরুণেরা সাহসী বলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে গড়ার শপথ নিতে হবে। শনিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সমর্থিত নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটি ও ইয়থ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) আয়োজিত যুব উৎসবের উদ্বোধনের সময় এ কথা বলেন। তারুণ্যের কাছে পর্বত আরোহনের মতো কঠিন কাজ আজ সহজ হয়েছে জানিয়ে মুহিত বলেন, ‘এত কাছে থেকেও আমরা উচু পর্বত জয়ের চেষ্টা কখনো করিনি। Read the rest of this entry

জামায়াত নেতার সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির বৈঠক

 নিজস্ব প্রতিবেদক : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ওসকার ফার্নান্দেজ টারানকো। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গতকাল শুক্রবার বিকাল ৩টায় এ বৈঠক হয়।   বৈঠকে সামপ্রতিক রাজনীতি, আগামী নির্বাচন পদ্ধতি, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়।ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা ও বিচারের বিষয়ে জামায়াতের অবস্থান জাতিসংঘ প্রতিনিধিকে অবহিত করেন ব্যারিস্টার রাজ্জাক। এ সময় তাদের মধ্যে আগামী নির্বাচন পদ্ধতি নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে বৈঠক সূত্র।

সিলেটে শান্তিপূর্ণ অবরোধের আহ্বান ১৮ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক : মহাজোট সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা,বিরোধী দলের আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ সহ বিভিন্ন দাবীতে সারাদেশে ১৮ দলের ডাকে রোববারে সিলেটে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচী পালনের আহ্বান জানিয়েছেন ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ।শনিবার দুপুরে কর্মসূচী সফলের লক্ষ্যে সিলেটের ১৮ দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি এম এ হকের বাসভবনে এক অনুষ্ঠিত এক যৌথসভা এ আহ্বান জানানো হয়। জোটের সচিব হাফিজ আব্দুল হাই হারুনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগর শাখার আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি মোঃ বদরুজ্জামান সেলিম ও তারেক আহমদ। বৈঠকে নেতৃবৃন্দ সিলেটবাসীকে শান্তিপূর্ণভাবে ১৮ দলের অবরোধ কর্মসূচী পালনের আহ্বান জানিয়ে বলেন, সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত অবরোধ কর্মসূচী পালিত হবে। মহানগরীর বিভিন্ন রোড, সিলেট-সুনামগঞ্জ সড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, সিলেট-জকিগঞ্জ, সিলেট-জাফলং ও কোম্পানীগঞ্জ সড়ক সড়কে অবরেধ কর্মসূচী পালন করা হবে। ‘এই গণস্বীকৃত ব্যর্থ সরকারের বিদায় ত্বরান্বিত করতে সড়ক অবরোধ কর্মসূচী সফলভাবে পালনের জন্য সিলেটের সকল ধরনের পরিবহন মালিক শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি জোট নেতৃবৃন্দ আহ্বান জানান।  এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শাহিন ও আজমল বক্ত সাদেক, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, আইন বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান সাবু, বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী, মোঃ সোলেমান হোসেন, মির্জা বেলায়েত আহমদ লিটন, মোঃ কামাল মিয়া, জেবুল হাসান ফাহিম, মোঃ আব্দুর রহিম ও মুফতী নেহাল উদ্দিন। জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মুফতী ফয়জুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, এলডিপি মহানগর সভাপতি শাহেদুর রহমান চৌধুরী রূপা, লেবার পাটির্র সভাপতি মাহবুবুর রহমান খালেদ প্রমুখ।

সিলেট তামাবিল মহা-সড়ক ঝুঁকিপূর্ণ

Ajker Sylhetদেলোয়ার হোসেন,  জৈন্তাপুর থেকে : গোয়াইনঘাট উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের পাশে ইটের ভাটায় এস্কেভেটর দিয়ে অবৈধভাবে কৃষি জমি কেটে মাটি উত্তোলন করছে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সিলেট তামাবিল মহাসড়ক ও ১১ হাজার বোল্ট�র বৈদ্যুতিক খুঁটি এবং খেফাগাং�র পাড়। ধ্বংস হচ্ছে পলিযুক্ত উর্বর কৃষি জমি, অবৈধভাবে কয়লার পরিবর্তে পাহাড়ী গাছ অবাদে জ্বালাচ্ছে ব্রিকফিল্ড ব্যবসায়ীরা। যা পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে, যেন দেখার কেউ নেই। Read the rest of this entry

হানাদার মুক্ত দিবসে মৌলভীবাজারে বিজয় র‌্যালি

asমৌলভীবাজার প্রতিনিধি : ৮ ডিসেম্বর মৌলভীবাজার হানাদারমুক্ত দিবস উপলক্ষে শহরের চাঁদনীঘাট স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও বিজয় র‌্যালি বের করা হয়। শনিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, আওয়ামী লীগ-যুবলীগ, বাসদ, সাংস্কৃতিক কর্মী সংসদসহ বিভিন্ন সংগঠন। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান। Read the rest of this entry

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

asসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের উদ্যোগে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধোর ৫ নম্বর সেক্টরের চেলা সাব- সেক্টর কমান্ডার হেলাল উদ্দিন,অবসরপ্রাপ্ত লে.কর্নেল আব্দুর রব বীর বিক্রম, বীর প্রতীক ইদ্রিছ আলী, জেলা মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু,মুক্তিযোদ্ধা কমান্ড জেলা ইউনিটের কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধার মতিউর রহমান প্রমুখ।  Read the rest of this entry

ফেঞ্চুগঞ্জে গ্যাস পাইপ লাইনের ওপর বৃক্ষরোপন : দুর্ঘটনার আশংকা

asফেঞ্চুগঞ্জ  প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে জালালাবাদ গ্যাস পাইপ লাইনের ওপর বৃক্ষরোপন করা হয়েছে। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করা হ্েচছ। দাজ্য পদার্থের  পাইপ লাইনের ১০ ফুটের মধ্যে  ব্ক্ষৃাদি তথা কোন স্থাপনা তৈরী নিষিদ্ধ থাকলেও ফেঞ্চুগঞ্জের নুরপুর উত্তর টিলা গ্রামের রাস্তার পাশ দিয়ে স্থাপিত গ্যাস পাইপ লাইনের ওপর সম্পুর্ণ অবৈধভাবে  বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে। Read the rest of this entry

হবিগঞ্জে বিনামূল্যে ঠোঁট কাটা রোগীদের অস্ত্রপচার শুরু

asহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সদর আধুনিক হাসপাতালের অপারেশন থিয়েটারে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা রোগীদের অস্ত্রপচার বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। রোটারি ক্লাব অব হবিগঞ্জ ও রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি শুরু হয়েছে চলবে শুক্রবার পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অব হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, বর্তমান সভাপতি সুখলাল সূত্রধর, রোটারিয়ান শহীদ উদ্দিন, মোদারিছ আলী টেনু, বাদল রায়, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, মিজানুর রহমান শামীম, প্রদীপ দাশ সাগর, এস এস আল আমিন সুমন, রোটার‌্যাক্টর সৈয়দ আজহারুল ইসলাম মুরাদ, জাদিল আহমেদ, জিয়া উদ্দিন দুলাল, কৃষ্ণ চন্দ্র শীল, শেকুল ইসলাম, শেখ জামাল প্রমুখ। Read the rest of this entry

সুনামগঞ্জে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Ded1সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার মহনপুর ইউনিয়নের মহনপুর গ্রামে বৃহস্পতিবার সকালে শিউলী আক্তার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিউলী আক্তার রতন মিয়ার মেয়ে। সে জয়নগর বাজার হাজী গনিবক্স উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা সূত্রে জানা যায়, শিউলী রাতের খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় শয়ন কক্ষের শিলিং-এর সঙ্গে গলায় চাদর পেছিয়ে ঝুলে আছে। Read the rest of this entry

হবিগঞ্জে লাকড়ি মিল সিলগালা

Habiganj Dist Mapহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার রাজনগর আবাসিক ও পৌর কবরস্থান মসজিদ এলাকার একটি লাকড়ির কয়েল মিল বৃহস্পতিবার দুপুরে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১টার দিকে হবিগঞ্জের নির্বাহী বিচারক এমএম মাহমুদুর রহমান এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা যায়- হবিগঞ্জ পৌর সভার রাজনগর এলাকার জয়নাল মিয়া ও গোলাপ মিয়া নামে দুই ব্যক্তি ২ মাস আগে ওই এলাকায় অবৈধভাবে একটি লাকড়ি কয়েল মিল চালু করেন। আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মিলটি বন্ধের জন্য মসজিদ কমিটি ও এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন। Read the rest of this entry

বালাগঞ্জের সুরিকোনায় গণহত্যা করে পাক বাহিনী ও রাজাকাররা

Gono Hottaবালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জের সূরীকোনা গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের  ১৯ জুলাই পাকিস্থানী হায়েনাদের হাতে প্রাণ দিয়েছিলেন এই এলাকার  অর্ধশতাধিক মানুষ। সূরীকোনা গণহত্যার করুণ কাহিণী অনেকের কাছেই অজানা। এলাকার অধিকাংশ লোকজন জানেনা শহীদদের নাম। প্রায় ৫ কিলোমিটা দূরবর্তী শেরপুর ক্যাম্পে খবর আসে সূরীকোনা গ্রামে মুক্তি বাহিণী আশ্রয়  নিয়েছে। গ্রামের হারিছ আলীর  বাড়ীতে মুক্তি বাহিণীর খাবার দেওয়া হয়েছে। এমন সংবাদ পেয়ে  ক্ষিপ্ত হয়ে উঠে দখলদার বাহিনী। Read the rest of this entry

মসজিদে আল আকসার প্রধান ইমাম ৬ দিনের সফরে সিলেটে আসছেন বৃহস্পতিবার

Islamবিশেষ প্রতিবেদক : মুসলমানদের প্রথম ক্বিবলা আল আকসা (বায়তুল মোকাদ্দাস) মসজিদের প্রধান ইমাম শায়খ আলী উমর ইয়াকুব আববাসী বৃহস্পতিবার সিলেট আসছেন। সকালে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সড়ক পথে সিলেট আসবেন। তাঁর আগমন উপলক্ষে আল-কোরআন ফাউন্ডেশন সিলেট এর উদ্যোগে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ওয়াজ মাহফিলে শায়খ আববাসী ছাড়াও দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। Read the rest of this entry

সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি

BNP Flagসুনামগঞ্জ প্রতিনিধি : স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপ পৃথক ভাবে কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি ফজলুল হক আছপিয়ার নেতৃত্বাধীন গ্রুপ এ উপলক্ষে শহরে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী গ্রুপ সুনামগঞ্জ প্রেসক্লাবে আলোচনাসভা  ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। Read the rest of this entry

মুক্তিযুদ্ধের ১১ সেক্টর

IndependanceDay08hআজকের সিলেট ডেক্স : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্থানী হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যার পর থেকেই শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। ২৬ মার্চ থেকেই শুরু হয় প্রতিরোধ। ১২ এপ্রিল জেনারেল এমএজি ওসমানীকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান করা হয়। ১৭ এপ্রিল শপথ নেয় মুজিবনগর সরকার। সুসংগঠিত ভাবে যুদ্ধ করা জন্য মে মাসে পুরো দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। এগুলোর নেতৃত্ব দেওয়া হয় সেক্টর কমান্ডারের হাতে। পুরো স্থলভাগকে ১০টি এবং নৌপথ, নদীবন্দর এবং সমুদ্রবন্দরকে নিয়ে একটি সেক্টরে বিভক্ত করা হয়। Read the rest of this entry

জিন্দাবাজারে হামলা-ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

jh1নিজস্ব প্রতিবেদক : জিন্দাবাজারে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭৫ জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখসহ  ২ টি মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার রাতে এ মামলা দু’টি  দায়ের করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ূয়া বলেন,  ‘‘একটি পুলিশ এসল্ট ও আরেকটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। Read the rest of this entry

দিরাইয়ে একের পর এক পুকুর ভরাট : পরিবেশ বিপর্যয়ের আশংঙ্কা

as

একে কুদরত পাশা, দিরাই  (সুনামগঞ্জ) থেকে : উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে সুনামগঞ্জের দিরাইয়ে চলছে একের পর এক পুকুর ভরাট। পরিবেশবিদরা আশংঙ্কা করছেন পরিবেশ বিপর্যয়ের। সরেজমিনে দেখা যায়, কলনী নদীতে ব্রীজ নির্মানের জন্য দিরাই ভূমি অফিসের পুকুর ভরাট করা হচ্ছে আবার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১-৫০ শয্যায় উন্নীত করার জন্য শতবর্ষী একটি পুকুর ভরাট করা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের অনুমোতি না নিয়েই। Read the rest of this entry

ধূপাগুলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৫

road-accident

নিজস্ব প্রতিবেদক : সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধূপাগুলে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। পুলিশ ট্রাকটি জব্ধ করেছে। তবে ট্রাক চালক পলাতক বলে জানিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল  বলেন, “সালুটিকর থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রাক ও কোম্পানীঞ্জগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি এ সংঘর্ষ হয়। Read the rest of this entry

বিজয়ের মাস ডিসেম্বর

as

জেড এম শামসুল : আজ ৬ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে  মুজিবনগরে তুমুল উত্তেজনা। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একের পর এক নতুন নতুন এলাকা মুক্ত হওয়ার খবর প্রচার করছে। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী বীরদর্পে এগুতে থাকে এবং বেতার কেন্দ্র থেকে দেশাত্মবোধক গান আর জয়বাংলা শ্লোগানে সর্বত্র মুখরিত হয়ে উঠে। এদিনে ১১টি সেক্টরের কমান্ডারগণ অনেকেই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন। এদিকে সীমান্তিক চরাঞ্চল, দ্বীপ সমূহে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী অবস্থান করছে। এই দিনে মার্কিন সাপ্তাহিক নিউজ উইক পত্রিকায় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতকার প্রকাশ করে। Read the rest of this entry