Daily Archives: জানুয়ারি 4, 2013

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য নির্মাণ : ফুঁসে উঠছে সিলেট

Sabeবিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনের নামে  ক্যাম্পাসে নগ্ম মূর্তি নির্মাণের প্রতিবাদে আন্দোলনে ফুঁসে উঠছে সিলেটবাসী। খেলাফতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলামী, ওলামা মাশায়েখ, আনুজমানে হেমায়তে ইসলাম, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি, স্বাধীন বাংলা ওলামা পরিষদ, ইসলামী রিসার্চ পরিষদ সিলেট সংগঠনগুলোর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়স্থ আবাসিক এলাকাসহ সিলেটের সুশিল সমাজের সাথে মতবিনিময় করছেন এবং মূর্তি নির্মাণ প্রতিহত করতে বিভিন্ন  কর্মসূচীর ঘোষনা দিয়েছেন। Read the rest of this entry

ধর্ষণের বিরুদ্ধে সিলেটে ‘মানবিক দ্রোহ’

asনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে মেধাবী চিকিৎসক ডা. ইভা, টাঙ্গাইলের স্কুলছাত্রী আর দিল্লির বাসে মেডিকেল ছাত্রী কোনো ঘটনাই বেশি দূরত্বের নয়। সমাজে পচন ধরার এই ঘটনায় ধিক্কারের শেষ নেই। ধিক্কার থেকে এখন বাড়ছে দ্রোহ। এসব অপকর্মের প্রতিবাদে শুক্রবার বিকেলে সিলেটে ‘মানবিক দ্রোহ’ গড়ে প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদী কণ্ঠে, দ্রোহের কবিতায় আর সঙ্গীতে প্রতিবাদী মূর্ছনায় শত শত তরুণ-তরুণী নেমেছে রাস্তায়। Read the rest of this entry

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

road-accidentতপন কুমার দাস, বড়লেখা (মৌলভী বাজার) থেকে : বড়লেখায় মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-১৩-২০৬৮) এর চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক সুরঞ্জন ভট্টাচার্য (৭০) এর নিহতের সংবাদ পাওয়া গেছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে চালিয়ে আসা মোটরসাইকেল চাপায় গুরুতর আহত মিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুরঞ্জন ভট্টাচার্যকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। Read the rest of this entry

সরকার দেশকে একটি কারাগারে পরিনত করেছে : কলিম উদ্দিন মিলন

2ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার রাষ্ট্রিয় সম্পদ লুঠপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। বাকশালী শাসন স’ায়ী করতে দেশজুড়ে চালাচ্ছে জুুলুম-নির্যাতন। Read the rest of this entry

মূল্য বৃদ্ধি : সিলেট বিভাগের ১১৪টি পেট্রোল পাম্প বন্ধ

asআজকের সিলেট প্রতিবেদন : বৃহস্পতিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরই সিলেট বিভাগের ১১৪টি পেট্রোল পাম্প বন্ধ করে রেখেছেন মালিকরা। এর মধ্যে সিলেট জেলায় ৪৯টি, বাকিগুলো হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে। রাত সাড়ে ১০টার পর থেকে এসব পাম্প বন্ধ করে দেয়া হয় বলে  জানান, সিলেট প্রেট্রোলিয়াম ডিলারর্স এসোসিয়েশেনের সভাপতি জুবায়ের আহমদ।  তিনি আরও জানান, সিএনজির দাম বাড়ানো হলে সিএনজি স্টেশনগুলোও বন্ধ রাখা হবে। এদিকে, প্রেট্রোল ও ডিজেলসহ জ্বালানি পাম্প বন্ধ করে দেয়ায় শুক্রবার সকাল থেকে সিলেটে ব্যাপক ভোগান্তি হবে বলে গাড়ি মালিকরা মনে করছেন। Read the rest of this entry

সুনামগঞ্জ কারাগার পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

Sunamganj Dist Mapসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ ৪ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার সকাল ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সিদ্দিক উল্লা ভূঁইয়ার নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন, একই মন্ত্রণালয়ের উপসচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার, রংপুরের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মিজানুর রহমান র্যাবের ইন্টিলিজেন্টস উইং এর এএসপি মোহাম্মদ সাইফুল ইসলাম। কারা সূত্র জানায়, এ পরিদর্শণটি  বার্ষিক পরিদর্শনের একটি অংশ। পরিদর্শন দল কারাগারে বন্দির ধারণ ক্ষমতা ও আন্যান্য পারিপার্শ্বিক বিষয় খতিয়ে দেখেন। Read the rest of this entry

বাংলাদেশে বিরোধীদলগুলো দায়িত্বহীন : সিলেটে অর্থমন্ত্রী

A M A Muhitগোলাপগঞ্জ প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশে বিরোধীদলগুলো অত্যন্ত দায়িত্বহীনবলে মন্তব্য করে বলেছেন, এটা দুঃখের বিষয়। তিনি বিএনপিকে ইঙ্গিত করে আরো বলেছেন, তারা সরকারে ছিল। সুতরাং তাদের জানা উচিত, সরকার কিভাবে চলে। শুক্রবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চল আয়োজিত ৪র্থ আঞ্চলিক স্কাউট সমাবেশ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম কম রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিরোধীদলের ডাকা কর্মসূচিকে অর্থমন্ত্রী উন্মাদের সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটা কোন দায়িত্বশীল রাজনৈতিক দলের সিদ্ধান্ত হতে পারে না। Read the rest of this entry

সিলেটর নাগা মরিচ রফতানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

asসাইফুল ইসলাম, শ্রীমঙ্গল থেকে : সিলেট অঞ্চলে উৎপাদিত ঐতিহ্যবাহী নাগা মরিচ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রফতানি হচ্ছে। এতে বছরে ২৫-৩০ কোটি টাকা আয় হচ্ছে। বাংলাদেশে নাগা মরিচ কামরাঙা মরিচ অথবা বোম্বাই মরিচ হিসেবেও পরিচিত। প্রচণ্ড ঝাল ও সুগন্ধের জন্য এ মরিচ বিখ্যাত। ২০১১ সালের জুলাই মাস থেকে এ মরিচ রফতানি হচ্ছে যুক্তরাজ্যে। জানা গেছে, ২০০৭ সালে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বুকে বিশ্বের সবচেয়ে বেশি ঝাল ও সুগন্ধি মরিচের স্বীকৃতি পায় নাগা মরিচ। এ মরিচ ভারতে ভূত জোলোকিয়া মরিচ হিসেবে পরিচিত। Read the rest of this entry

১২ বছরেও প্রধানমন্ত্রীর দেওয়া জমির দখল পাননি মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র চন্দ

63745_147495662066761_132208915_nচৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার থেকে : একাত্তরে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে যাপিযে পড়েন ব্রজেন্দ্র চন্দ (৬৬)। তাঁর কোন জমিজমা নেই। বাইসাইকেলে ফেরি করে ফল-সবজি বিক্রি করেন। ১২ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্রের হাতে এক খণ্ড খাসজমির দলিল তুলে দেন। সেই জমিটি অবৈধভাবে দখল করে আছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। জমির দখল পেতে জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে একাধিকবার লিখিত আবেদন করেন মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র চন্দ। কিন্তু কাজ হয়নি। শেষমেশ ভূমিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তিনি। Read the rest of this entry

সিলেটে আগেভাগেই হরতালের প্রস্তুতি

Hortalরাজনৈতিক প্রতিবেদক : জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের প্রস্তুতি আগে থেকেই শুরু করেছে সিলেট বিএনপি। এজন্য সিলেটে বিএনপি ও ১৮ দল নিজেদের মধ্যে প্রাথমিক প্রস্তুতির ব্যাপারে আলাপ করেছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি এম এ হক। বৃহস্পতিবার রাত ১১টায় তিনি বলেন, ‘‘এ হরতালের ঘোষণা বিএনপি আগে থেকে দিয়েছে। আগের যেকোনো সময়ের চেয়ে কড়া হরতাল পালনের নির্দেশ কেন্দ্র থেকে দেয়া হয়েছে। এখন চুড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষায় আছি।’’ এদিকে বুধবার ও বৃহস্পতিবার সিলেটে জামায়াত-শিবিরের তৎপরতা ঠেকাতে কড়া পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। Read the rest of this entry