জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই : লে: ক: আতাউর রহমান পীর

ডেক্স রিপোর্ট : মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও ২ ময়নামতি ব্যাটালিয়ান-এর সাবেক কমান্ডার লে: কর্ণেল (অব:) অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রতিটি প্রশিক্ষণই প্রশিক্ষণার্থীদের নতুন করে উদ্যোমের সাথে কাজ করার অনুপ্রেরণা যোগায়। বিএনসিসি’র সদস্যরা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের নানা দুর্যোগময় মুহূর্তে অসহায়দের পাশে দাঁড়ানো বিএনসিসির অন্যতম কর্তব্য। ছাত্র জীবনই পড়ালেখার পাশাপাশি সমাজ গঠনে অন্যতম সময়। তিনি গতকাল দি এইডেড হাইস্কুল প্রাঙ্গণে ৭ দিনব্যাপী ২ ময়নামতি ব্যাটালিয়ানের ক্যাপসুল ট্রেনিং-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন, টিটিএফও মেজর সাইফুল কবির চৌধুরীর সভাপতিত্বে ব্যাটালিয়ান এ্যাডজুটেন্ট মেজর সাইফুল আলম-এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন লে: বিটিএফও মোঃ মহিউদ্দিন, লে: বিটিএফও ডা: আশরাফুল করিম, লে: বিটিএফও দেবাশিষ দেবনাথ, সেকেন্ড লে: মনিরুল ইসলাম, সেকেন্ড লে: বিটিএফও জেবাতুল হান্না, পিইও বিপুল চন্দ্র দেব, টিইউও মজির উদ্দিন, টিইউও শওকত আহমদ প্রমুখ। পরে প্রধান অতিথি ট্রেনিংয়ে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Posted on জুলাই 16, 2012, in প্রেসরিলিজ, মহানগর, সিলেট. Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

এখানে আপনার মন্তব্য রেখে যান