সিলেট জেলা ক্রীড়া সংস’ার তত্ত্বাবধানে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল

ক্রীড়া ডেক্স : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্ট কমিটির ব্যবস’াপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস’ার তত্ত্বাবধানে বয়সভিত্তিক অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল ২০১২ রবিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক মোঃ আক্তারুজ্জামান মান্না কর্তৃক সকাল ৯.০০ টায় অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়ের মধ্যে বিসিবি প্ররিত ক্যাপ প্রদানের মাধ্যমে কার্নিভালের শুভ সূচনা হয়। সারাদিনভর অনুর্ধ্ব-১২ বৎসর বয়সের ক্ষুদে খেলোয়াড়েরা অত্যন- উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্রিকেট উৎসবটি উদযাপন করে। বর্ষার পড়ন- বিকেলে সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক মোঃ আক্তারুজ্জামান মান্না এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম.মাহমুদ ইমন এর পরিচালনায়  বয়সভিত্তিক অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল ২০১২ (সিলেট) এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস’ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল। অনুষ্ঠানে উপসি’ত ছিলেন সংস’ার কোষাধ্যক্ষ এ.এ.এম.মিরাজ জাকির, কার্যনির্বাহী পরিষদের সদস্য মহসিন আহমদ চৌধুরী ও হানিফ আলম চৌধুরী, সংস’ার সাধারণ পরিষদের সদস্য শমশের জামাল, সিলেট জেলা এ্যাথলেটিকস কমিটির সম্পাদক সৈয়দ আনোয়ারুছ সাদাত, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক রেজাউল করিম নাচন, ক্রিকেট কোচ তপন কুমার মালাকার, এ.টি.এম.ইকরাম, রানা মিয়া, মারুফ হোসেইন হাসান, রিংকু সরকার, ইমরান আজাদ, মোঃ শুক্কুর প্রমুখ  । পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি দলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হয়। যমুনা দল চ্যাম্পিয়ন ও সুরমা দল রানার আপ হয়। চ্যাম্পিয়ন ও রানার আপ দলসমূহের খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ করা হয়।

Posted on জুন 24, 2012, in প্রেসরিলিজ, মহানগর, সিলেট. Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

এখানে আপনার মন্তব্য রেখে যান