তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ : ডা: সায়েফ আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর ডা: সায়েফ আহমদ বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ধারাকে ব্যহত করতে এবং অবৈধ পন’ায় ক্ষমতায় টিকে থাকতেই তত্ত্বাবধায়ক ব্যবস’া বাতিল করেছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার জনদুর্ভোগ সৃষ্টি করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন যখন দুর্বিষহ সেই মুহূর্তে সরকার ঋণ নির্ভর গণবিরোধী ও কল্পনা বিলআসী বাজেট প্রণয়ন করেছে। বাজেটে ভর্তুকি হ্রাস এবং রফতানি পণ্যের উৎস কর বৃদ্ধি করে জনগণের ঘাড়ে অতিরিক্ত  করের বোঝা চাপানোর চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসায় সরকার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধী দলীয় নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা দিয়ে নির্যাতন ও নিপীড়ন করছে। সরকারে এমন অগণতান্ত্রিক আচরণে দেশের মানুষ আজ বিক্ষুব্ধ। অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস’া পুনর্বহাল করে জাতীয় নির্বাচন দিতে হবে। গণবিরোধী বাজেটকে বাতিল করে জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করতে হবে। তিনি রোববার ১৮ দলীয় জোট কর্তৃক কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, এডভোকেট জিয়াউদ্দিন নাদের, এডভোকেট আব্দুর রব, মোঃ শাহজাহান আলী, এডভোকেট জামিল আহমদ রাজু ও রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে চরম মানবাধিকার লংঘন করে যাচ্ছে। গুরুতর অসুস’ আন-র্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন-াবিদ মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেব-এর স্বজনদের আবেদন সত্ত্বেও তাকে উন্নত চিকিৎসার জন্য জামিন দেয়া হচ্ছে না এবং বিদেশ পাঠানোর সুযোগ দেয়া হচ্ছে না। একজন প্রখ্যাত আলেমের উপর এমন জুলুম কেউ বরদাশত করতে পারে না। কিন’ ফ্যাসিবাদী ও বাকশালী আওয়ামী সরকার তথাকথিত যুদ্ধাপরাধী মামলার প্রহসনের নাটক সাজিয়ে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে নির্যাতন করে যাচ্ছে। সরকারকে সকল প্রকার জুলুম-নিপীড়নের পথ থেকে সরে আসতে হবে। অন্যথায় এদেশের তৌহিদী জনতা তাদেরকে ক্ষমতা থেকে টেনে হিছড়ে নামাতে বাধ্য করবে।-সংবাদ বিজ্ঞপ্তি

Posted on জুন 24, 2012, in প্রেসরিলিজ, মহানগর, রাজনীতি, সিলেট. Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

এখানে আপনার মন্তব্য রেখে যান