সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

জননেতা এম. ইলিয়াস আলী’র সন্ধানের দাবীতে যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সহ বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক বিড়্গোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর যুবদল নেতা নজিবুর রহমান নজিব-এর পরিচালনায় নেতৃবৃন্দ বলেন, সিলেটের কোটি মানুষের নেতা জননেতা এম. ইলিয়াস আলীকে সরকার গুম করে আজ দীর্ঘ দুই মাস যাবৎ-এর কোন সুরাহা করছে না। একজন ইলিয়াস আলীর আতঙ্কে সরকার যদি এতই ভীত হয় তাহলে এ বিষয় আজ দিবালোকের মত পরিস্কার এবং সত্য যে, এ সরকার জনগনের সরকার নয় এবং এ সরকারের হাতে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব নিরাপদ নয় বরং তাবেদার ও বিদেশী প্রভুদের অজ্ঞাবহ! কারণ জননেতা এম. ইলিয়াস আলী বর্তমান ফ্যাসিবাদী ও তাবেদার সরকারের দেশ ও সিলেট অঞ্চলের স্বার্থবিরোধী সিদ্ধানেত্মর বিরম্নদ্ধে প্রতিবাদী ও সোচ্ছার ছিলেন। টিপাইমুখে ভারতের বাঁধ নির্মানের বিরম্নদ্ধে সীমানেত্ম ভারতীয় বিএসএফ কর্তৃক নির্বিচারে বাংলাদেশের নাগরিকদের হত্যার বিরম্নদ্ধে সোচ্চার ছিলেন। বর্তমান সরকারের অন্ধ ভারত প্রীতি মনোভাবে বঞ্চিত সিলেটবাসীর পড়্গে এম. ইলিয়াস আলী ছিলেন আপোষহীন আন্দোলনকর্মী। তাই সরকারের চড়্গুসুল হয়ে এম. ইলিয়াস আলীকে তারা ধ্বংস করার ষড়যন্ত্রে মত্ত। নেতৃবৃন্দ অবিলম্বে জননেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবী জানান এবং যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাইফুল ইসলাম নিরব সহ বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় সিলেট যুবদল সিলেটের কোটি মানুষের আবেগ অনুভূতির সমর্থনে আগামী দিনে আরও কঠোর কর্মসূচীর মাধ্যমে বর্তমান এই ভয়ঙ্কর গণবিরোধী সরকারের পতন নিশ্চিত করবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আমিনুর রহমান চৌধুরী সুয়েব, শাহ মাহমুদ আলী, তোফাজ্জল হোসেল বেলাল, নাহিদুল ইসলাম নাহিদ, উত্তম বনিক, বাবলু সিংহ, এড. আবু ফাত্তাহ তুহেল, আলমগীর আহমদ, আব্দুল করিম দিপু, মাসুম আহমদ, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, আইনুল হক মেম্বার, সঞ্জয় সিংহ, এম. জহুরম্নল ইসলাম মখর, জয়নুল ইসলাম, শাহীন আহমদ, নূরম্নল আমিন, খালেদ আহমদ হোসাইন, আঙ্গুর আলম, কদর আলী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি

Posted on জুন 23, 2012, in প্রেসরিলিজ, মহানগর, রাজনীতি. Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

এখানে আপনার মন্তব্য রেখে যান