আমাদের কথা

অবাধ তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইন গণমাধ্যম আজ আমাদের কাছে অনেক বেশি স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে। দেশের চলমান পরিসি’তিতে আজ এমন একটি অবস’ানে আমরা আছি যেখানে গণমাধ্যম থাকা না থাকার প্রশ্নটি অচল। কিন’ বাস-ব সত্য এই যে, গণমাধ্যম ছাডা আমাদের জীবন অচল অর্থাৎ বলা চলে এটি আমাদের জীবনেরই অংশ হয়ে দাড়িয়েছে। মানুষের জন্য গণমাধ্যমের এই গুরুত্ব অনুধাবন করেই সিলেটের সংবাদ বিশ্ববাসীর কাছে দ্রুত পৌছে দিতে আজকের সিলেট ডটকম বদ্ধপরিকর। সুষ্ঠ ও নিরপেক্ষ ধারার সংবাদ চর্চা প্রতিষ্ঠার মধ্য দিযয়ে সিলেটের যে কোন আর্থ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা অন্য যে-কোনো বিষয আমাদের অনলাইন দৈনিক আজকের সিলেট’র মাধ্যমে সারাবিশ্বের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের লক্ষ্য ১৯৫২’র চেতনায় উজ্জিবিত হয়ে মাতৃভাষা বাংলায় আজকের সিলেট ডটকমকে সিলেট থেকে পরিচালিত আন-র্জাতিক দৈনিক হিসেবে গড়ে তোলা। শুরু থেকেই আমরা দুটি উপায়ে সংবাদ সরবরাহ করছি। রাজনীতি, জনপ্রশাসন, কৃষি, বাণিজ্য, আইন ও অপরাধ, উন্নয়ন, শিক্ষা, সাহিত্য-শিল্প-সংস্কৃতি, অর্থনীতি, বিনোদন, স্বাস’্য, আন-র্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, মুক্তিযুদ্ধ, খেলাধুলা, শেয়ারবাজার ইত্যাদি সংবাদই শুধু নয় আমরা সংবাদদের পিছনের অন-রালের সংবাদ তুলে আনতে চাই পাঠকের জন্য। দিনের ঘটে যাওয়া প্রতিটি সংবাদ এর চুলচেরা বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই সংবাদ সরবরাহ করবো আমরা। সিলেটের প্রতিটি ঘটনা, ঘটনার পিছনের ঘটনা সবকিছুর পরিপূর্ণ সংবাদই আমাদের মূল শক্তি। সিলেটের তরুণ সাংবাদিক এম.সাইফুর রহমান তালুকদার’র সার্বিক তত্বাধানে, একঝাক তরুণ সাংবাদিকের সমন্বিত সম্পাদনায় এবং প্রবীন ও নবীন সাংবাদিকদেও সার্বিক সহযোগীতায় চলছে সিলেটবাসীর মূখপত্র আজকের সিলেট ডটকম। সকল সংবাদ পাঠকের চাহিদা পূরণে আমরা সচেষ্ঠ সব সময়।

আজকের সিলেট ডটকম’র পক্ষে-

———–সম্পাদক

এখানে আপনার মন্তব্য রেখে যান